Sundarban, West Bengal - India

সুন্দরবনের সুন্দরী গাছ… সব থেকে সেরা সেই যে গাছ।

সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি গাঙ্গেয় বদ্বীপ। পৃথিবীর অন্যতম বিস্ময় এই সুন্দরবন। আর বাংলার পর্যটনের অন্যতম আকর্ষণের কেন্দ্র হল এই সুন্দরবন। আর সুন্দরবন বলতেই সবার প্রথম মাথায় আসে রয়্যাল বেঙ্গল টাইগায়। সুন্দরবনে ঘুরতে গেলে মনের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বাসনা থাকবেই। সেটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু সুন্দরবন মানে কি শুধুই রয়্যালবেঙ্গল টাইগার? সুন্দরবনে ঘুরতে যাওয়ার আগে হয়তো শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখার বাসনা থাকে। কিন্তু সুন্দরবন থেকে ঘুরে আসার পরের অভিজ্ঞতা একেবারেই আলাদা হবে তা বলার অপেক্ষা রাখে না।

সুন্দরবনের হুগলি নদী থেকে বাংলাদেশের খুলনার বালেশ্বর নদী পর্যন্ত সুন্দরবন বিস্তৃত। যদিও সুন্দরবনের বেশিরভাগ অঞ্চল বাংলাদেশের মধ্যে পড়েছে। তবে পশ্চিমবঙ্গে সুন্দরবনের অংশ কিছু কম নয়। আর সেই সুন্দরবনকে আরও আকর্ষণীয় করেছে ম্যানগ্রোভ অরন্য, প্রাকৃতিক সৌন্দর্য্য, বন্যপ্রাণী আর স্থানীয়দের সরল মিষ্টি হাসি। এই সুন্দরবন মূলত মেঘনা, গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল। আর সুন্দরবন সম্পর্কে আগাম কিছু না জেনে গেলে যে খেই হারিয়ে ফেলতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে সুন্দরবন ঘুরতে গেলে জিরো ক্লক রিসর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুন্দরবনের ঝড়খালি বর্তমানে পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঝড়খালিতে আপনারা সড়ক পথেই যেতে পারেন। আর তারপরে জিরো ক্লক সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। যেমন ধরা যাক বোটিং বা সাইড সিন। আর জিরো ক্লকে থাকলে আপনারা চাইলে নদী থেকে ধরা জ্যান্ত মাছও রান্না করে দেওয়া যেতে পারে। স্থানীয়দের রুক্ষ ও কঠিন জীবনের লড়াই দেখতে পারবেন। পাশাপাশি আপনি পারবেন সুন্দরবনের সমস্ত পর্যটনস্থল ঘুরে দেখতে।

আর ঝড়খালির প্রাকৃতিক সৌন্দর্য্য সেটা নতুন করে বলার কিছু নেই। প্রকৃতি যেন অনেক সময় নিয়ে ঝড়খালিকে সাজিয়েছে। সুন্দরবনের সমস্ত জায়গা বেশ আকর্ষণীয়। তারমধ্যে ঝড়খালির সৌন্দর্য্য যেন আপনার মন ভরিয়ে দেবে। একদিকে নদীর ওপর সূর্যোদয়ের দৃশ্য। ম্যানগ্রোভ অরন্য, স্থানীয় মৎস্যজীবীদের জীবীকার জন্য লড়াই। একটা কথা রয়েছে বন্যেরা বনে সুন্দর। আর সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় রয়্যাল বেঙ্গলকে টাইগারকে জঙ্গলের মধ্যে দেখার স্বাদ আপনি পেতে পারেন ঝড়খালি থেকে। তবে ঝড়খালির সব থেকে আকর্ষণীয় হল সুন্দরবন টাইগার রিজার্ভ। এছাড়াও ঝড়খালিতে রয়েছে পাঁচটি নদীর সংযোগস্থল। এছাড়াও ঝড়খালি থেকে যেতে পারেন সুন্দরবন ওয়াইল্ড নেস্ট দেখতে। মন ভরবে আপনার সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক দেখতে গিয়ে। আর কত কিছু আছে।

সুন্দরবন ঘোরার জন্য ঝড়খালিতে থাকা সেরা অপশন। আর ঝড়খালির মধ্যে জিরো ক্লক রিসর্টের আতিথেয়তা বলার কথা নয়। শুধু তাই নয়, তারাই আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবে সুন্দরবন ঘোরার জন্য। শুধু সুন্দরবন ঘুরতে আসার জন্য একবার আপনারা মনটাকে স্থির করে নিন। তারপরের দায়িত্ব জিরো ক্লক নিয়ে নেবে।

You might also like

Newsletter

Signup our newsletter to get update information, news, insight or promotions.

Locations

Sundarban, West Bengal - India
Copyright © 2025 Zero Clock Mangrove Resort Powered by PCF Fashion Pvt. Ltd., All rights reserved.
Black Palm Beach Resort Resort Logo (137 x 45 px) (1)